ময়মনসিংহের ভালুকা শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় গৃহবধূ ময়না বেগম (৩০) ও তার দুই শিশু সন্তান রাইসা (৭) এবং নিরব (৫)–কে গলা কেটে হত্যা করার ঘটনায় গৃহবধূর দেবর নজরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম পেশায় একজন পোশাক শ্রমিক। ঘটনার রাতে তিনি নাইট শিফটে কর্মস্থলে ছিলেন। সকালে বাসায় ফিরে তালাবদ্ধ দরজা দেখে চিন্তিত হয়ে পড়েন রফিকুল। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা নিথর দেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা থানা পুলিশ, পিবিআই, র্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। নজরুলের ঘর থেকে উদ্ধার করা হয় রক্তমাখা দা ও পোশাক।
এরপর থেকেই নজরুল পলাতক ছিল। অবশেষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম হত্যার দায় স্বীকার করেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, নজরুল এর আগে গাজীপুরে একটি হত্যা মামলায় কারাবরণ করেন এবং সম্প্রতি জামিনে মুক্ত হন।
বিডি প্রতিদিন/আশিক