সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল শহরের পানিছত্র এলাকায় জমায়েত হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মব তৈরি করে সাধারণ মানুষের উপর বারবার হামলা হচ্ছে, প্রশাসন এসব বিষয়ে নির্বিকার। দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। বক্তারা এসব ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন জুয়েল, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/মুসা