যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বড় ধরনের রাজনৈতিক রদবদলের অংশ হিসেবে দেশটির বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, আমি ইউলিয়া সভিরিদেনকোকে ইউক্রেনের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ পুনর্গঠনের প্রত্যাশা করছি। শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে।
৩৯ বছর বয়সী সভিরিদেনকো চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজসম্পদ চুক্তি নিয়ে আলোচনার সময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। সেই আলোচনায় কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কও কিছুটা উত্তেজনার মধ্যে পড়ে।
প্রস্তাবটি অনুমোদিত হলে, সভিরিদেনকো ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসা প্রধানমন্ত্রী ডেনিস শমিহালের স্থলাভিষিক্ত হবেন।
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথাও বিবেচনা করছেন বলে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আরও ইতিবাচক গতিশীলতা প্রয়োজন এবং একই সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন পদক্ষেপ জরুরি।
উল্লেখ্য, ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে আসা সভিরিদেনকোকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রিক আগ্রাসনের কয়েক মাস আগে ইউক্রেনের নাজুক অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শআ