গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ রানা ও এক ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ সীমকার্ড, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
সোমবার (১৪ জুলাই) গভীর রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। যৌথ অভিযান পরিচালনা করে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বাধীন বাহিনী ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ রানা, সুমন মিয়া, সাইদুল, আবু সাইদ লিটন
অভিযান সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
- ৮৩৮টি বিভিন্ন মোবাইল কোম্পানির সীমকার্ড
- ১৭টি মোবাইল ফোন
- নগদ ৫৬ হাজার ১০০ টাকা
- একটি সিসিটিভি ক্যামেরা
- একটি পেন ক্যামেরা
- একটি ড্রোন
- একটি ল্যাপটপ
- দুটি দেশীয় ছুরি
এদের মধ্যে ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, পলাশ রানা দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। চক্রটি ফেসবুক আইডি, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা ও অর্থ জালিয়াতি করত। দেশের বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইকারাম হোসেন, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, সার্জেন্ট সাইদুর রহমান, গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম, সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা।
বিডি প্রতিদিন/আশিক