বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।
এ বছরের প্রতিপাদ্য ছিল—"কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন", যা নির্ধারণ করে ইউনেস্কো-ইউনিভোক।
অনুষ্ঠানে ন্যাশনাল স্কিলস পোর্টালের ‘লাইভ জব অপরচুনিটি’ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এ ছাড়া জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত বাছাইয়ে ৯টি স্কিলে ১১ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “তরুণদের শুধু চাকরি নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। এআই-নির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই।”
বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “সরকার, একাডেমিয়া ও শিল্প—এই তিন স্তরকে একীভূত করে স্কিলস ইকোসিস্টেম তৈরি করতে এনএসডিএ কাজ করছে। থ্রীপল হেলিক্স মডেলই আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা।”
সভাপতির বক্তব্যে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন বলেন, “২০৩০ সালের মধ্যে ৮৬ শতাংশ প্রতিষ্ঠানে এআই প্রযুক্তি ব্যবহার হবে, অথচ আমাদের ৪৮ শতাংশ শিক্ষার্থী এখনো প্রস্তুত নয়। প্রযুক্তির এই রূপান্তরে পিছিয়ে পড়লে জাতিগতভাবে ঝুঁকির মুখে পড়তে হবে।”
জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় ৯টি স্কিলে ১১ জন বিজয়ীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি এনএসডিএ ভবিষ্যৎ প্রযুক্তি ও কর্মসংস্থান চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/আশিক