সৌদি ক্লাব আল নাসরে তিন মৌসুম পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়লেও লিগ শিরোপার দেখা পাননি পর্তুগিজ মহাতারকা। এবার সেই শিরোপা খরা কাটানোর মিশনে রোনালদোর অনুরোধে ডাগআউটে এলেন অভিজ্ঞ কোচ জর্জ জেজুস।
৭০ বছর বয়সী পর্তুগিজ কোচকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে আল নাসর। চুক্তির পরই জেজুস নিশ্চিত করেছেন, রোনালদোর আমন্ত্রণেই তিনি দায়িত্ব নিয়েছেন। জেজুস বলেন, 'তার (রোনালদো) ডাকা না হলে আমি এখানে আসতাম না। আমি অনুপ্রেরণা নিয়ে এসেছি, আল নাসরকে সৌদি আরবের সেরা ক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। রোনালদো সব জায়গায় জিতেছে, শুধু এখানেই বাকি। এবার আমরা সেটাও বদলে দিতে চাই।'
আল হিলালের সাবেক কোচ জর্জ জেজুস গত মৌসুমেই ট্রেবল জিতিয়েছিলেন ক্লাবটিকে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারের পর চলতি বছরের মে মাসে তিনি ক্লাব ছেড়ে দেন। এবার প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসরের দায়িত্ব নিয়ে আবারও নিজ দেশের তারকা রোনালদোর পাশে দাঁড়ালেন তিনি।
আল নাসরে জর্জ জেজুসের আগমন ঘটল স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হয়ে। স্বদেশি কোচকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদো লেখেন, 'স্বাগত মিস্টার জর্জ জেজুস।'
বিডি প্রতিদিন/মুসা