চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ১১টি স্কুল সরকারি হলো। দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা দাঁড়াল ৬৯১টিতে।
আজ মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে এবং আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
এর আগে গত ১০ জুলাই একই শর্তে খুলনার খালিশপুর উপজেলার পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত ৯ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।
এরপর ১০ মার্চ রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় এবং ২৫ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে সরকার।
গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ১৯ মে নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে।
আর গত ২২ মে খুলনার দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ