চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবু তাহের (৬১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকার মৃত ফজর আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মামলার আটজন সাক্ষীর সাক্ষ্যে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, তিন লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকায় আবু তাহের তার আত্মীয় এক কিশোরীকে ধর্ষণ করেন।
কিশোরীর মায়ের খালু হওয়ায় আত্মীয়তা ও প্রতিবেশী হওয়ার সুবাদে তাহের ওই রাতে তাদের বাড়িতে খাবার খান। বাজার থেকে আনা দুধের সঙ্গে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে রাতের বেলা ঘরের বেড়া কেটে তিনি ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন।
২০২৩ সালের ১ জুন আদালতে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।
বিডি প্রতিদিন/আশিক