বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু মো. ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশু ফাইম বাবু উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। একপর্যায়ে সে হঠাৎ পা পিছলে পাশের ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।
পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ডেকে পাঠানো হয়।
দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ফাইমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক