বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় দুইটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলেরা হলেন- মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ (২৬), আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। তারা সবাই বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের বাসিন্দা।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, শেলারচরের মানিকখালী খালে জেলেরা নিষিদ্ধ সময়ে মাছ ধরছিলেন। খবর পেয়ে দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ি, দুবলা টহল ফাঁড়ি ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুটি নৌকা, চারটি চর জালসহ বিভিন্ন মাছ ধরার উপকরণ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক জেলেরা বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করে এবং মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করেছে। তাদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটক জেলেদের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়িতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা