পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
আমিরাতের বিপক্ষে শুধু তৃতীয়টিতে নয়, পিঠের চোটে ভোগা সৌম্য কোনো ম্যাচই খেলতে পারেননি। গত এক সপ্তাহ ধরেই ব্যথায় ভুগছিলেন বলে জানান জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
তিনি বলেছেন, ‘মেডিকেল পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে তার পুনর্বাসনের জন্য ১০ থেকে ১২ দিন লাগবে। যার অর্থ হচ্ছে, আগামী সপ্তাহে পাকিস্তানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে থাকছে না সে।’
সৌম্যর চোটে কপাল খুলেছে মেহেদী হাসান মিরাজের। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
২৭ বছর বয়সী অলরাউন্ডার পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পাওয়া মিরাজ টুর্নামেন্ট শেষ হলেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী ২৮ মে প্রথম ম্যাচ হবে। বাকি দুটি ৩০ মে ও ১ জুন হবে। সব ম্যাচই লাহোরে হবে।
বিডি প্রতিদিন/এমআই