রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছুঁতে প্রয়োজন ছিল মাত্র এক রান, আর ছাড়িয়ে যেতে দরকার ছিল দুই। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্রাইডন কার্সকে অফ সাইডে খেলেই সেই লক্ষ্য পূরণ করলেন শুভমান গিল। নিয়ন্ত্রিত শটে দুই রান নিয়ে ভারতের হয়ে ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটসম্যান।
২০০২ সালে ইংল্যান্ড সফরে চার টেস্টে ৬০২ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড়। গিল লর্ডস টেস্ট শুরু করেন সেই রেকর্ডের চেয়ে ১৭ রান পিছিয়ে। তবে প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করে আউট হয়ে যান তিনি।
দ্বিতীয় ইনিংসে রোববার ব্যাট করতে নেমে রেকর্ডটি নিজের করে নেন ২৫ বছর বয়সী এই অধিনায়ক। তবে নতুন উচ্চতায় পৌঁছেই বেশি দূর এগোতে পারেননি, শেষ পর্যন্ত আউট হন মাত্র ৬ রান করে।
অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজে গিল এখন পর্যন্ত তিন টেস্টে করেছেন ৬০৭ রান, গড় ১০১.১৬। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি, যার একটি ডাবল সেঞ্চুরি। সিরিজে এখনো বাকি রয়েছে দুটি ম্যাচ। সামনে আরও অনেক রেকর্ড অপেক্ষা করছে ভারতের এই ভবিষ্যতের কাণ্ডারির জন্য।
বিডি প্রতিদিন/নাজিম