নাথান লায়নের বদলি হিসেবে স্যাবাইনা পার্কে দিবারাত্রির টেস্টে একাদশে জায়গা পেয়েছিলেন স্কট বোল্যান্ড। ১২ বছর ধরে যিনি ছিলেন অস্ট্রেলিয়ার অপরিহার্য অংশ, সেই লায়নের জায়গায় সুযোগ পাওয়া সহজ ছিল না, তবে সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন বোল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। ম্যাচের সেই স্পেলই এনে দিয়েছে এক অনন্য রেকর্ড—টেস্টের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো বোলিং গড় এখন বোল্যান্ডের দখলে। অন্তত ২০০০ বল করা বোলারদের মধ্যে তাঁর বোলিং গড়ই এখন সেরা—১৭.৩৩।
১৪ টেস্টে ৫৯ উইকেট শিকার করে বোল্যান্ড ছাড়িয়ে গেছেন তাঁরই দেশের সাবেক কিংবদন্তি বার্ট আয়রনমঙ্গারকে, যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। আর ১৯০০ সালের পর কেবল ইংল্যান্ডের সিড বার্নেসের গড় (১৬.৪৩) বোল্যান্ডের চেয়ে ভালো।
ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এগিয়ে যায় ৮২ রানে। অল-পেস আক্রমণেই ক্যারিবীয়দের ধসিয়ে দেয় সফরকারীরা। বোল্যান্ড নেন ৩ উইকেট, কামিন্স ও হ্যাজলউডের শিকার ২টি করে।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ২৯ ওভারেই ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ৯৯ রান। একমাত্র প্রতিরোধ গড়েছেন ক্যামেরন গ্রিন, যিনি ৪২ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ দারুণ বল করে মাত্র ১৯ রানে নিয়েছেন ৩টি উইকেট।
উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজে আগেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে শেষ টেস্টে গড়ছে রেকর্ড, আর জন্ম নিচ্ছে নতুন ইতিহাস।
বিডি প্রতিদিন/নাজিম