আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মার রিভিউ নেওয়ার ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আম্পায়ার তাঁকে রিভিউ নেওয়ার অনুমতি দেন। এর পর থেকেই প্রশ্ন উঠছে, মুম্বাই ইন্ডিয়ান্স কি আইপিএলে বাড়তি সুবিধা পাচ্ছে?
কী ঘটেছিল?
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট করার সময় ফজল হকের একটি বল রোহিতের প্যাডে লাগে। রাজস্থানের খেলোয়াড়েরা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট দেন। প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল, বল স্টাম্পে লাগছিল। তবে রোহিত সতীর্থ রায়ান রিকেলটনের সঙ্গে কথা বলে রিভিউ নেন।
রিভিউতে দেখা যায়, বল আংশিকভাবে লেগ স্টাম্পের বাইরে পড়েছে। পুরোপুরি বাইরে ছিল না, তবে ৫০ শতাংশের বেশি অংশ স্টাম্পের বাইরে ছিল। ফলে আম্পায়ার্স কলের নিয়ম কার্যকর হয়নি এবং রোহিত বেঁচে যান। সে সময় তিনি ব্যাট করছিলেন ৭ রানে। পরে তিনি করেন ৫৩ রান। রিভিউ সফল না হলে মুম্বাই তখন চাপে পড়ে যেত।
বিতর্কের উৎস কী?
রিভিউ নেওয়ার নিয়ম অনুযায়ী, আউট ঘোষণার ১৫ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। অভিযোগ উঠেছে, রোহিত ১৫ সেকেন্ড পার হওয়ার পর রিভিউয়ের ইঙ্গিত দেন। তবু কেন আম্পায়ার তাঁকে অনুমতি দিলেন—এই নিয়েই শুরু হয়েছে প্রশ্ন।
কী বলছে নিয়ম?
আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ সেকেন্ডের মধ্যে ব্যাটার বা অধিনায়ককে আম্পায়ারকে মৌখিক বা ইশারায় জানাতে হবে যে তিনি রিভিউ নিতে চান। রোহিত ১৫ সেকেন্ডের মধ্যে মনস্থির করলেও পুরো ইশারা করেন কয়েক মুহূর্ত পরে। আম্পায়ার অনুমান করেন, রোহিত রিভিউ নিতে চলেছেন বলেই অনুমতি দেন।
এ ধরনের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। তাই এটিকে পক্ষপাত বা নিয়মভঙ্গ বলা যাবে না।
আম্পায়ার্স কল নিয়ে আরও প্রশ্ন
আরও একটি প্রশ্ন উঠেছে—বল ৫০-৫০ ভাগ স্টাম্পে লাগলে কেন ‘আম্পায়ার্স কল’ ধরা হলো না? ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বলের ৫০ শতাংশের এক চুলও যদি স্টাম্পের বাইরে থাকে, তাহলে সেটি এলবিডব্লিউ হতে পারে না। সেক্ষেত্রে আম্পায়ার্স কলেরও সুযোগ নেই।
রিভিউয়ের সময়সীমা নিয়ে আলোচনা থাকলেও, প্রযুক্তির সহায়তায় রোহিতকে আউট না দেওয়া সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডি প্রতিদিন/আশিক