অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা পুরোনো চোটে আবারও ভুগছেন। কাঁধের সেই পুরনো সমস্যাটি ফিরে আসায় এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না তার। ফলে তাকে ছেড়ে দিয়ে নতুন করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের তরুণ ব্যাটসম্যান রাভিচান্দ্রান স্মারানকে।
আইপিএলের চলতি মৌসুমে হায়দরাবাদের হয়ে প্রথম দুই ম্যাচে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলেছিলেন জাম্পা। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৮ রান দিয়ে ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪৬ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন তিনি।
ডান কাঁধে ব্যথা অনুভব করায় এরপর আর মাঠে নামেননি জাম্পা। উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে যে কাঁধের ইনজুরিতে ভুগছিলেন, সেটিই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সেই ইনজুরি কাটিয়ে উঠে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ে বড় অবদান রাখেন জাম্পা। তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
অন্যদিকে, জাম্পার বদলি হিসেবে হায়দরাবাদ দলে যোগ দেওয়া ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান রাভিচান্দ্রান স্মারান এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। করেছেন একটি ফিফটি সহ ১৭০ রান, স্ট্রাইক রেটও ১৭০।
আইপিএলের চলতি আসরে হায়দরাবাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে। ৬ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা।
বিডি প্রতিদিন/মুসা