২-১ গোলে রহমতমগঞ্জকে হারিয়ে ফেডারেশ কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা।
সুপার সাব ইনসান হোসেনের অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে রহমতগঞ্জকে হারায় বসুন্ধরা কিংস।
বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান।
১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এই পর্বের দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রাকিব হোসেনের ক্রসে হেডে গোল করেন বদলী হিসেবে নামা ইনসান হোসেন।
আবাহনীর সঙ্গে ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।
বিডি প্রতিদিন/নাজমুল