চলতি আইপিএলে প্রথম হারটাও নিয়ে এল দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালসের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের ম্যাচে দলের অধিনায়ক অক্ষর প্যাটেলকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। স্লো ওভার-রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারলে এই জরিমানা ধার্য করা হয়। যেহেতু এটি অক্ষরের মৌসুমের প্রথম স্লো ওভার-রেটের ঘটনা, তাই শাস্তি সীমিত ছিল শুধুই আর্থিক জরিমানায়। তবে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বাড়বে।
এর আগেও চলতি আসরে একই অপরাধে জরিমানা গুণেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার, এবং রাজস্থান রয়্যালসের রায়ান পারাগ ও সঞ্জু স্যামসন।
বিডি প্রতিদিন/নাজিম