ক্রিজে গিয়ে প্রথম বলেই রিভার্স সুইপ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাটে না লেগে বল আঘাত করল প্যাডে, এলবিডব্লিউ পাঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান তারকা। তাতে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠে গেল তার।
আইপিএলে গত মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ম্যাক্সওয়েল। এই টুর্নামেন্টে ১৩০ ইনিংসে এনিয়ে ১৯ বার রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফিরলেন তিনি।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফেরার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখন এককভাবে ম্যাক্সওয়েলের। ১৮ বার করে ‘ডাক’ মেরে যৌথভাবে তালিকায় দ্বিতীয় রোহিত শার্মা ও দিনেশ কার্তিক। ১৬ বার করে শূন্যতে আউট হয়েছেন পীযুষ চাওলা ও সুনিল নারাইন।
আইপিএলের গত চার আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ম্যাক্সওয়েলকে এবার নিলাম থেকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। কিন্তু প্রথম ম্যাচে দলকে হতাশ করলেন তিনি।
ম্যাক্সওয়েলের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়ান শ্রেয়াস আইয়ার। ৯ ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৯৭ রানে অপরাজিত ইনিংস খেলেন পাঞ্জাব অধিনায়ক। ২৩ বলে ৪৭ রান করতে ২ ছক্কা ও ৭ চার মারেন আইপিএলে অভিষিক্ত প্রিয়ানশ আরিয়া।
শেষ দিকে ঝড় বইয়ে দেন শাশাঙ্ক সিং। ২ ছক্কা ও ৬ চারে ১৬ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তাদের নৈপুণ্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে পাঞ্জাব। সেই সঙ্গে ম্যাচটাও জিতে যায় তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ