এখনো ঝুলে আছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই দেশটিতে যাওয়ার কথা টাইগারদের। ভারত-পাকিস্তান সম্পর্কের জেরে এই সফরের ম্যাচগুলো সীমান্তবর্তী ভেন্যুতে না খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে, সীমান্তবর্তী এলাকার স্টেডিয়ামে কোনো ম্যাচ না খেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান সফর নিয়ে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) থেকে বিসিবি সরকারের মতামত জানতে চেয়েছিল। এনএসসি থেকে পাকিস্তান দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে আমাদের ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে, এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে নির্দেশনা দিয়েছি- যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলা হয়। বিসিবি এখন পাকিস্তান বোর্ডের সাথে কথা বলছে। যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় সেটাই লক্ষ্য।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৫, ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন জুন ফয়সালাবাদ ও লাহোরে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগ পিছিয়ে যাওয়ায় এই সিরিজও নিশ্চিতভাবে কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ