উরুগুয়ের মতো দলের বিপক্ষে জেতা, সেটাও তাদের মাঠে। আবার এই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের মূল অস্ত্র লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং পাওলো দিবালা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে ২০২৬ আসরের চূড়ান্ত পর্বের দুয়ারে পৌঁছে গেছে তারা।
জয়ের চেয়েও মেসি-মার্টিনেজদের অনুপস্থিতিতে তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনেদের মতো নতুনরা দলের প্রয়োজনে এগিয়ে আসায় বেশি খুশি তিনি। তাই ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি বললেন, দলের শক্তির গভীরতায় তিনি তৃপ্ত।
তিনি বলেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি! শুধু জয়ের জন্য নয়; বরং ছেলেরা যেভাবে খেলেছে, তার জন্য। আমরা পরিপূর্ণ একটা ম্যাচ খেলতে পেরেছি। চাপ সয়ে নিতে পেরেছি। যখন আক্রমণাত্মক খেলার দরকার ছিল, খেলেছি। যখন রক্ষণাত্মক দরকার ছিল, সেটাও খেলেছি।’
আর্জেন্টিনা কোচ আরও জানালেন, তার দল কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, ‘আমাদের জাতীয় দল এমন একটি দল, কেউ একজন না থাকলে আরেকজন সেখানে ভূমিকা রাখে। এমনকি আজ যখন গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিল না, তারপরও আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছি। হতে পারে পারফরম্যান্স (গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তুলনা) ভিন্ন। কিন্তু দলটা মাঠে নামে অন্য সব নামকে এক পাশে সরিয়ে রেখেই।’
বিডি প্রতিদিন/নাজিম