ঢাকার সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। ১২ দলের অংশগ্রহণের কথা থাকলেও আর্জেন্টিনা শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করায় ১১ দল নিয়েই অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির এই বিশ্ব আসরে অন্তত একটা পদক আশা করছেন কোচ আরদুজ্জামান মুন্সী। গতকাল দল ঘোষণার সময় এমন আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগও।
বাংলাদেশ ছাড়াও কাবাডি বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, ইরান, চীনা তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো টিম হোটেলে ঠাঁই নিয়েছে। আজ দুই পুলে ড্র অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফি উন্মোচন করা হবে। এ সময় অধিনায়কদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কোচ আরদুজ্জামান গতকাল বলেছেন, ‘আমরা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অনুশীলন শুরু করেছি। অন্তত একটি পদক জয়ের আশায় আমরা প্রস্তুতি নিয়েছি।’ ভারত ছাড়া বাংলাদেশ যে কোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে বলে জানালেন তিনি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পঞ্চমে অবস্থান করছে। ভারত আছে শীর্ষে। আরদুজ্জামান বলেন, ‘ভারত কাবাডিতে অনেক এগিয়ে আছে। এই মুহূর্তে তারা আমাদের নাগালের বাইরে। তবে ভারত ছাড়া অন্য সব দলকেই হারানোর মতো সক্ষমতা আমাদের রয়েছে।’
অধিনায়ক রূপালী আক্তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে অংশ নেবেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাবাডি খেলছি, শুরুটা ২০০৯ সালে। বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। এমন আসরে অধিনায়ক হতে পেরে সত্যিই ভালো লাগছে।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে রূপালী বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বিশ্বকাপের জন্য অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। এত বড় টুর্নামেন্টে সবাই নিজেদের সেরাটা দিয়ে ভালো করার জন্য আসবে। সবগুলো দলই শক্তিশালী, বিশ্বকাপের কোনো ম্যাচ সহজ হবে না। ভারত, ইরান, চাইনিজ তাইপে খুবই ভালো মানের দল। নেপাল ও থাইল্যান্ডও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা প্রথম বিশ্বকাপে পঞ্চম স্থানে ছিলাম। এবার সে অবস্থান থেকেও ভালো কিছু করতে চাই।’
বাংলাদেশ গত কয়েক বছর আন্তর্জাতিক কাবাডি আয়োজন করছে। সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে। কাবাডিতে সেমিফাইলে উঠলেই ব্রোঞ্জ পদক পাওয়া যায়।
কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দল
শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।