ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কলকাতা টেস্টে দাপট দেখাচ্ছেন বোলাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন হয়েছে। যার মধ্যে ১২টি নিয়েছেন স্পিনাররা। এদিন টিম ইন্ডিয়ার পর আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। স্পিন জাদুতে টেস্টে জয়ের আভাস পাচ্ছে ভারত। এমন ম্যাচে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিরল কীর্তি গড়লেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি পূরণ করলেন ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল। টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এ রেকর্ডে নাম লেখিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এ তালিকায় জাদেজার আগে স্থান পেয়েছেন মাত্র তিন ক্রিকেট কিংবদন্তি ভারতীয় কপিল দেব (১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেট), ইংল্যান্ডের ইয়ান বোথাম (১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান ও উইকেট ৩৮৩টি) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেট)। ব্যাটে-বলে দীর্ঘ সময় ধরে পারফর্ম করে আসছেন রবিন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে উইকেটশূন্য হলেও এবার ২৯ রানে রবিন্দ্র জাদেজার শিকার ৪টি।
এদিকে গতকাল কলকাতা টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ১৮৯ রানে গুটিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫৯ রান করা সফরকারীরা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ধুঁকছে আরও বাজেভাবে। ৭ উইকেটে ৯৩ রান করে ৬৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।