সিরিজের প্রথম টি-২০তে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবিয়ানরা ব্যাটে-বলে সাফল্য দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রানের জবাবে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ৫৫ রানের চমকপ্রদ প্রচেষ্টা সত্ত্বেও ক্যারিবীয় জেডেন সিলস ও রোস্টন চেজের দুরন্ত বোলিংয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান স্যান্টনার। ক্যারিবীয়দের শুরুটা ছিল কিছুটা ধীর। ওপেনার ব্রেন্ডন কিং ৩ এবং আলিক আথানজে ১৬ রান করেন। তবে অধিনায়ক শাই হোপ ৩৯ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ইনিংসটি সাজান ৪ চার ও ৩ ছক্কায়। রোস্টন চেজ ২৭ বলে ২৮ এবং রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রান যোগ করলে ৬ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৫৭ রানেই থেমে যায়। স্যান্টনার ২৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেললেও দলকে জয়ে নিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পেসার জায়দান সিলস ৩২ রান নেন ৩ উইকেট। স্পিনার রোস্টন চেজ ২৬ রানের খরচের ৩ উইকেট তুলে দলের জয়ে অবদান রাখেন।