জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরেছে আফগানিস্তান। রাজশাহীতে এদিন আগে ব্যাট করে আফগানিস্তানের যুবারা ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে। জবাবে আজিজুল হাকিম তামিমের দল মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায়। আফগানদের বড় জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। বগুড়ায় প্রথম ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পাঁচ রানে জয় পেয়েছিল, দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। চতুর্থ ওয়ানডে আবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর।
গতকাল রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয়। আফগানদের হয়ে অধিনায়ক মাহবুব খান ৭৮ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন। ৬ চারে অপরাজিত থেকে ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া উসমান সাদাত ৩৬ বলে ২৬ ও উজাইরুল্লাহ ৩৫ বলে ৩১ রান করেন। বাংলাদেশের হয়ে আল ফাহাদ ও আজিজুল হাকিম দুজন উইকেট নিয়েছেন।
জবাবে শুরু থেকেই বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটার ফেরেন। তিনজনকেই আউট করেছেন আফগান স্পিনার ওয়াহিদুল্লাহ জাদরান। এরপর কালাম সিদ্দিকি ও রিজান হোসেন ৯৩ রানের জুটি গড়ে দলের ইনিংস সামলান। তারা দুজনই খেলেন হাফ-সেঞ্চুরির ইনিংস। তবে রিজান ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে আউট হওয়ার পর মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
কালামকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ দিকে কালাম ৭১ রানের ইনিংস খেললেও দল ১৭৩ রানে থেমে যায়। কালাম ৭৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার জিয়াউল্লাহ শাহিন। এ ছাড়া ৩টি নেন ওয়াহিদুল্লাহ জাদরান।