দলীয় মনোনয়ন পাওয়ায় ভোলা-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরকে নিজ নির্বাচনী এলাকায় বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে সড়কপথে লক্ষ্মীপুর আসেন। পরে লক্ষ্মীপুর থেকে স্পিডবোটে ভোলার ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সকাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ ইলিশা লঞ্চঘাটে জড়ো হতে থাকেন। তিনি ঘাটে এসে নামলে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন।
এরপর কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এসে পৌঁছান গোলাম নবী আলমগীর।
এ সময় তিনি সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিএনপি থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সব বিভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এ প্রার্থী।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, হারুন অর ট্রুম্যান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি