অবসর ভেঙে ২৬ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ভারতের সাড়া জাগানো স্টাইকার সুনীল ছেত্রী। কিন্তু ১৮ নভেম্বর তিনি ঢাকা অ্যাওয়ে ম্যাচে খেলবেন না। ভারতীয় দল তাকে ছাড়াই ঢাকায় আসছে। গতকাল ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল। তিনি স্কোয়াডে রাখেননি আরেক ফরোয়ার্ড কোলাসোকোকে।
১৫ নভেম্বর ভারত ফুটবল দল ঢাকায় আসছে। এর আগে তাদের প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। দেখে গেছেন ঢাকা স্টেডিয়ামের অবস্থা। দুটি দেশের দুটি করে ম্যাচ বাকি থাকলেও চূড়ান্ত পর্বের খেলার আশা শেষ হয়ে গেছে। তবে ১৮ নভেম্বরের ম্যাচকে আলাদা গুরুত্ব দিচ্ছে দুই দল। কোচ খালিদ বলেছেন, ‘হামজা খেলায় বাংলাদেশে শক্তি অনেক বেড়েছে। তারপর আবার ঘরের মাঠে খেলা। যা ভারতের জন্য বড্ড চ্যালেঞ্জের।’