নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, এ বিজয় তাকে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরকে সাশ্রয়ী মূল্যের শহরে’ রূপান্তরিত করার একটি ম্যান্ডেট দিয়েছে।
বুধবার এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তার বিজয় তাকে ‘উচ্চাকাঙ্ক্ষী সাশ্রয়ী মূল্যের এজেন্ডা’ অনুসরণের ম্যান্ডেট দিয়েছে।
মানুষের ওপর কর না চাপিয়ে এটি তিনি করতে পারবেন কি না এ বিষয়ে মামদানি বলেন, “নিউ ইয়র্কের শীর্ষ এক শতাংশের” জন্য তাকে কর বাড়াতে হবে।
প্রতি বছর এক মিলিয়ন ডলারের বেশি আয় করেন নিউ ইয়র্কের এমন বাসিন্দাদের জন্য দুই শতাংশের সমান একটি কর চালু করার পরিকল্পনা করছেন বলে জানান নবনির্বাচিত মেয়র।
নিউ ইয়র্কে কর্পোরেট করের হার ১১ দশমিক পাঁচ শতাংশে উন্নীত করারও পরিকল্পনা করছেন মামদানি। যেটি নিউ জার্সির শীর্ষভাগের সাথে মিলে যাবে। এর ফলে কর আহরণ প্রায় নয় বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে জানান মামদানি।
যারা কর্মসংস্থান সৃষ্টি করেন এই করহার তাদের শহর ছেড়ে যেতে উদ্বুদ্ধ করবে কি না এমন প্রশ্নে মামদানি বলেন, শিশু যত্নের উচ্চ ব্যয়ের কারণে কর্মীরা ইতোমধ্যেই চলে যাচ্ছে। এর ফলে ব্যবসার জন্য প্রতিভা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউ ইয়র্ক শহরের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে।
মামদানি বলেছেন, প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটির ক্ষতি করার সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে দাঁড়াতেও প্রস্তুত তিনি। ‘তার হুমকি অনিবার্য’ বলেন জোহরান মামদানি।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত