উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বস্তি ফিরেছে লিভারপুলে। পিএসজি ঘরের মাঠে জয় নিয়ে ফেরা বায়ার্ন মিউনিখ এখন ইউরোপসেরার লড়াইয়ের শীর্ষে অবস্থান করছে। এ ছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দল। ইংলিশ প্রিমিয়ার লিগে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও পারফরম্যান্স যাচ্ছেতাই। ১০ ম্যাচের চারটিতেই হেরেছে অলরেডরা। তবে দুঃসময় পেরিয়ে আর্নে স্লটের দলে আপাতত স্বস্তি ফিরেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে দারুণ দলীয় পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে কুপোকাত করেছে অলরেডরা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে জয় পায় লিভারপুল। ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। এদিন কিলিয়ান এমবাপ্পে গোলের দেখা পাননি। তাই জয়ও পায়নি তার দল। রিয়ালের হয়ে থিবো কোর্তোয়া দেওয়াল হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বাড়ত। শেষ ১০ দেখায় সাতবারই জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই হেরেছে লিভারপুল। তাই ঘরের মাঠে খেলা হলেও চাপে ছিল অলরেডরা। তবে মূল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন সালাহ-অ্যালিস্টাররা। অন্য ম্যাচে পিএসজির ঘরের মাঠে ২-১ ব্যবধানের জয়ে টয়েন্ট টেবিলের শীর্ষে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পার্ক দ্য প্রিন্সেসে প্রথমার্ধেই জোড়া গোলে দলকে এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। যদিও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলার সুযোগে একটি গোল করে পিএসজি। ৭৪ মিনিটে জোয়াও নেভেস গোল করলেও দলকে জেতাতে পারেনি। আরেক ম্যাচে স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে আর্সেনাল।