বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শরিক দলের প্রার্থীদের মধ্যে যাদের জয়ের সম্ভাবনা আছে শুধু তাদের জন্যই বিএনপি আসন ছাড়বে।
মনোনয়ন নিশ্চিতের পর বুধবার (৫ নভেম্বর) প্রথমবার চট্টগ্রামে এসে তিনি এ মন্তব্য করেন। এর আগে, এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় আমীর খসরু বলেন, বিএনপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমরা একটি জনসম্পৃক্ত দল। নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা জনগণের ওপর নির্ভর করেই রাজনীতি করি। তিনি আরও বলেন,গত ১৬ বছর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে, মিথ্যা মামলায় ভুগেছে, চাকরি ও ব্যবসা হারিয়েছে- তারপরও দলটি টিকে আছে শক্তিশালীভাবে, বরং আগের চেয়েও শক্তিশালী।”
তার মতে, আমরা যেহেতু জনসম্পৃক্ত দল, তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি থাকে। বিএনপির এই নেতা বলেন, শরিকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা একসঙ্গে আন্দোলন করেছি। যেখানে মনে করব শরিকদের দিলে তাদের জেতার সম্ভাবনা আছে, সেখানে আসন দিতে হবে। তিনি আরও বলেন,নির্বাচন মানেই হারজিতের বিষয়। হেরে যাওয়ার ঝুঁকি নেওয়া যায় না। জয়ী হতে হলে এমন প্রার্থী দিতে হবে, সে আমাদের দলের হোক বা শরিক দলের- যার জেতার সম্ভাবনা বেশি।
আমীর খসরু বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। এত বড় একটা দলে কিছু সিটে সামান্য সমস্যা থাকতে পারে। ৩০০ সিটের মধ্যে ৫-১০ টা সিটে বিশেষ কারণবশত স্যাক্রিফাইস করতে হয়। তিনি আরও বলেন, এই স্যাক্রিফাইসেও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু বিজয় তো ছিনিয়ে আনতে হবে। নির্বাচন মানেই জয় বা পরাজয়। আমাদের থাকতে হবে জয়ের পক্ষে। তাই ছোটখাটো ত্যাগ স্বীকার করতেই হয়।
এরপর বিকেলে আমীর খসরু চট্টগ্রাম প্রেসক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ‘জিন্দাবাদ’ কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান তিনি বলেন, শুধু ‘জিন্দাবাদ, জিন্দাবাদ’ এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশে নতুন কালচার তৈরি করতে হবে। তিনি সমালোচনা করে বলেন, সভায় অমুক উপস্থিত আছেন, তমুক উপস্থিত আছেন- এসব বলার দরকার কী? সম্বোধন করতে গিয়ে বক্তব্যের অর্ধেক সময় নষ্ট হয়ে যায়। সময় নষ্ট করা বন্ধ করুন।
বিএনপিকে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে আমীর খসরু বলেন, বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এই কারণেই বিএনপিকে ভোট দেবেন। তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ১৬ বছর আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বেগম খালেদা জিয়া। তিনি সাত বছর জেলে থেকেও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। শেষে তিনি বলেন, বিএনপি শুধু প্রথম গণতন্ত্রই চালু করেনি, দেশের অর্থনৈতিক মুক্তির পথও তৈরি করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ