কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফায় রাজ্যটির বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২১টি আসনে ভোট নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়।
রাজ্যটির ১৮ টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই আসনগুলো। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩ দশমিক ১৩ শতাংশ। এই নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী মহাজোট।
এদিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার যাদব, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, রাজ্যটির দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী রাজীব সিনহা, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, রাজীব রঞ্জন সিং প্রমুখ। পরে তাদের সকলেই সংবাদ মাধ্যমের সামনে নিজেদের আঙুলে ভোট দেওয়ার চিহ্ন তুলে ধরেন।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট হবে ১১ নভেম্বর। ভোট গণনা আগামী ১৪ নভেম্বর। আগামী ২২ নভেম্বর রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।
বিডি-প্রতিদিন/তানিয়া