নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫।
বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এ উৎসবের পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা ও ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা, এই আয়োজন তরুণদের যুক্তিনির্ভর মতপ্রকাশ, নেতৃত্ব ও বিশ্লেষণধর্মী চিন্তায় উৎসাহিত করবে।
আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্বে আছেন এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী। জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ তদারকি করবেন। আয়োজনের সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি চেয়ারম্যান এ. কে. এম. শোয়েব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুয়েট উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক উৎসব তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ