বিপিএল আয়োজনের সব পরিকল্পনাই সেরে ফেলেছে বিসিবি। অনেক যাচাইবাছাই শেষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তও করেছে ক্রিকেট বোর্ড। বিপিএলের সর্বশেষ আসরের দুই দল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এবারও খেলবে। এ ছাড়া খেলবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। রংপুরের ফ্র্যাঞ্চাইজি টগি স্পোর্টস, ঢাকার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ট্রায়াঙ্গেল সার্ভিসেস, সিলেটের ক্রিকেট উইথ সামি এবং রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপ। বিপিএল খেলার যোগ্যতাপ্রাপ্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। অন্যথায় ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না, বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। তিনি বলেন, ‘যদি ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারিত সময়ের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে না পারে, তাহলে তারা কোনোভাবেই প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।’ বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর। তবে বিশ্বমানের বিদেশি ক্রিকেটার খেলানোর সুবিধার্থে আরও ৪-৫ দিন পিছিয়ে শুরু হতে পারে আসর। কেননা, একই সময়ে চলবে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ ও এসএ ২০। বিপিএল সদস্য সচিব জানান, ১৭ নভেম্বরের সম্ভাব্য প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে ২১ নভেম্বর আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। তিনি বলেন, ‘আমরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজি পেয়েছি। সুতরাং বিপিএল মাঠে গড়ানো নিয়ে দুঃশ্চিন্তা নেই। ১৯ ডিসেম্বর সম্ভাব্য তারিখ ধরা হলেও সেটা ৪-৫ দিন পেছানো হতে পারে। প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর থেকে পিছিয়ে ২১ নভেম্বর হতে পারে।’ বিপিএলে এবার নতুন চমক নিলাম! ক্রিকেটারদের ভিত্তিমূল্য ঠিক করে নিলামের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইফতেখার বলেন, ‘ক্রিকেটাররা যেন তাদের মান অনুযায়ী পারিশ্রমিক পান, সেটার দিকে লক্ষ্য রাখতেই আমরা নিলামের আয়োজনের পরিকল্পনা করেছি। এটা ঠিক, আমরা একটা ভিত্তিমূল্য ঠিক করে দেব।’ বিপিএলের শুরুতে ক্রিকেটারদের মূল্য নিলামে তোলা হতো। পরবর্তীতে গত কয়েক আসরে ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। এবারের বিপিএল পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে। গত আসরে সাতটি দল খেলেছিল। ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হবে ৫ থেকে ১০ শতাংশ। গত আসরে ৬ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট হয়েছিল। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৬০ লাখ টাকা। এবার সেটা ৭০ লাখ টাকা হতে পারে। সব ক্যাটাগরিতেই ৫ থেকে ১০ লাখ টাকা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি।