অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিক পেরে ওঠেনি সেলেসাও মেয়েরা।
সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া।
বুধবার (৫ নভেম্বর) উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ব্রাজিলের মেয়েরা।
সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। আর পরদিন রোববার শিরোপার মঞ্চে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা। ১৫ মিনিটেই কাউন্টার অ্যাটাকের সময় জিওভানা ইসেপ্পে বাঁ উরুতে ব্যথা অনুভব করলে তার পরিবর্তে মাঠে নামেন দুলসে মারিয়া।
এই বদলের পর ব্রাজিল নির্ভরশীল হয়ে পড়ে লিনের দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপর। ৩৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ইভেলিন। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া।
পাক রে ইয়ংয়ের একটি শট গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। আর পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং।
দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। সু রিমের ক্রসে দুলসে মারিয়া বলটি ঠিকমতো দূরে ঠেলতে পারেননি, সুযোগ নিয়ে জং হিয়াং জোরালো শটে গোল করেন। তাতে ২-০ গোলের লিড পায় কোরিয়া। জোড়া গোল হজম করলেও হাল ছাড়েনি ব্রাজিল।
এভেলিনের ক্রস থেকে দুলসে মারিয়ার হেডে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং তা রুখে দেন। এভেলিন ও হেলেনা একাধিকবার আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি।
ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। এ নিয়ে আসরে তার মোট গোল দাঁড়ালো ৮। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।
বিডি প্রতিদিন/কামাল