উত্তেজনায় ঠাসা রোমাঞ্চকর ম্যাচ বললেও কম বলা হবে! ‘মরুশহর’ দোহায় এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’। ম্যাচটি কখনো হেলেছে বাংলাদেশের দিকে, কখনো আবার ভারতের দিকে। সরলদোলকের পিণ্ডের মতো দুলতে থাকা ম্যাচটির রেজাল্ট হয় সুপার ওভারে। এর আগে আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ ভজকট পাঁকিয়ে ফেললে ম্যাচটি ‘টাই’ হয়। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। টানটান উত্তেজনায় ভরপুর ছিল সুপার ওভার। সুপারওভারে জিতে বাংলাদেশ ফাইনাল খেলবে। ফাইনালে উঠতে টার্গেট ছিল ১ রান। সেটা তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায়। এরপর দ্বিতীয় বলটি ওয়াইড হওয়ায় ম্যাচ জিতে যায় আকবর বাহিনী।
সুপার ওভারে প্রথম ব্যাটিং করে ভারত। দুর্দান্ত বোলিং করেন রিপন মণ্ডল। ডান হাতি পেসার ওভারের প্রথম দুই বলে কোনো রান না দিয়ে ২ উইকেট নেন। প্রথম বলে জিতেশ শর্মাকে বোল্ড করেন রিপন। পরের বলে আশুতোষকে কাভারে তালুবন্দি করেন। সুপার ওভারের নিয়ম, ২ উইকেট হারালে ব্যাটিং দলের ইনিংস শেষ। কোনো রান না করতে পারায় টাইগার ‘এ’ দলের টার্গেট দাঁড়ায় ১ রান। জিশান আলম ও ইয়াসির আলি ব্যাটিংয়ে নামেন। ইয়াসির প্রথম বলেই খেলা শেষ করার টার্গেটে সুয়াশ শর্মাকে লং অনে তুলে মারেন। কিন্তু রামানদিন সিং দুর্দান্ত এক ক্যাচ নিলে ম্যাচ জমে ওঠে। পরের বলে সুয়াশ ওয়াইড করেন। খেলা শেষ বাংলাদেশ ফাইনালে ওঠে। ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। ভারতও ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে।