হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলামের পর আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকায় গ্রুপ ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে অ্যাওয়ে ম্যাচে লড়বে জাতীয় দল। দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে বাংলাদেশ বাছাই পর্ব থেকে বিদায় নিলেও জায়ান দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। এতে সন্তুষ্ট হয়ে কাবরেরা তাকে ক্যাম্পে ডেকেছেন। চূড়ান্ত দলেও সুযোগ পাওয়া নিশ্চিত বলা যায়। ডাক পাওয়া খেলোয়াড়দের আজ ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে।
শিলংয়ের ভারতের বিপক্ষে ড্র ও ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হার মানে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আশা জিইয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে ২ ম্যাচ জিততে হবে। ১৮ নভেম্বর ঢাকায় ও আগামী ৩০ মার্চ ‘সি’ গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুর ও হংকং ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। সমান ম্যাচে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১। হংকংয়ের কাছে ম্যাচ হেরেছে ভারত।
প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ : তপু বর্মণ, সাদউদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজউদ্দিন, জায়ান আহমেদ ও আবদুল্লাহ ওমর সজীব।
মধ্য মাঠ : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী ও সামিত সোম। আক্রমণভাগ : শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহারিয়া ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।