বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা তারকাদের মধ্যে অন্যতম ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সি এ পর্তুগিজ ফরোয়ার্ড এখনো দুরন্ত খেলে চলেছেন। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার স্বপ্নে অপ্রতিরোধ্য হয়ে ছুটছেন আল নাসর তারকা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০-এর বেশি গোল করেছেন। কিন্তু একটাই অপ্রাপ্তি, বিশ্বকাপ। তার ভক্তদেরও চাওয়া, একটা বিশ্বকাপ। ২০০৬ সালে অল্পের জন্য হাতছাড়া করেন এ সুযোগ। সেমিতে ফ্রান্সের কাছে হেরে যায় পর্তুগাল। সম্প্রতি পরিবারকে সময় দেওয়ার জন্য দ্রুতই অবসরের দিকে যাবেন বলে জানিয়েছিলেন। ক্যারিয়ারের দ্বারপ্রান্তে পৌঁছে পর্তুগিজ সুপারস্টার স্বীকার করেছেন ২০২৬ বিশ্বকাপই বিশ্বমঞ্চে তার শেষ অংশগ্রহণ হতে যাচ্ছে। সৌদি আরবের এক ফোরামে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে রোনালদো বলেন, ‘নিশ্চিতভাবেই হ্যাঁ, ২০২৬ হবে আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১ বছর, আর আমি মনে করি সেটাই হবে সঠিক সময়।’
গত সপ্তাহে এ পর্তুগিজ তারকা দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার সঙ্গে যোগ করে বলেছেন, ‘সত্যি বলতে কী আমি দ্রুত বলেছি ঠিকই, সেটা হতে পারে এক থেকে দুই বছর। এখনো আমি খেলার মধ্যে আছি।’ এদিকে আসন্ন বিশ্বকাপের জন্য এখনো টিকিট নিশ্চিত করেনি পর্তুগাল। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলবেন রোনালদোরা। যা হবে তার ষষ্ঠ বিশ্বকাপ।