বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় চলতি বছর ২৫ মার্চ, ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ মিডফিল্ডার এরপর ভুটান, হংকং চায়না ও সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামেন, যেখানে ভুটান ও হংকংয়ের বিপক্ষে একটি গোলও করেন হামজা।