সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে লড়াই শুরু করছে বাংলাদেশের মেয়েরা। আজ থিম্পুর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবেন অর্পিতারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ম্যাচটি। দিনের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে নেপালের।
ভুটানে সাফ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন অর্পিতা খন্দকাররা। ভুটান যাওয়ার আগেই শিরোপা জয়ের প্রত্যয় জানিয়েছিলেন তিনি। গতকাল ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও একই কথা বলেছেন অর্পিতা। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই অনুশীলন করছি। নিজেদের প্রস্তুত করেছি এ টুর্নামেন্টের জন্য। ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছি আমরা। প্রতিটা ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’ ভুটানে এরই মধ্যে বাংলাদেশের অনেক নারী ফুটবলার বিভিন্ন দলের হয়ে লিগে খেলছেন। বড়দের দেখানো পথে হাঁটতে চান অর্পিতারাও। কোচ মাহবুবুর রহমানও দল নিয়ে বেশ আশাবাদী। এবার সাফের জন্য তার দল কঠোর অনুশীলন করেছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন অর্পিতাই। গতবার ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ ফরম্যাটে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ফাইনাল নেই। এখানে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। প্রতি দলের সঙ্গেই দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। সর্বোচ্চ পয়েন্টধারী দলই শিরোপা নিয়ে দেশে ফিরবে। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেবার রাশিয়া চ্যাম্পিয়ন। বাংলাদেশের মেয়েরা রানার্সআপ হয়।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ ও স্বাগতিক ভুটানসহ চারটি দল অংশ নিচ্ছে। ২২ আগস্ট ভারত ও ২৪ আগস্ট নেপালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলবেন অর্পিতারা। এরপর ২৭, ২৯ ও ৩১ আগস্ট ফের মাঠে নামবে বাংলাদেশ।