নাটোরের সিংড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত দর্শক সারির ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জার্সিসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর সাথে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, সমাজসেবক আবু তাহের টগর, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী, পরিবেশকর্মী এমএ করিম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ যোগানো এবং পরিবেশের প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করতে পরিবেশবান্ধব গাছ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই