ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আফসার শেখ (৪৮) হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাজার বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নওপাড়া মহল্লার আফসার শেখকে নির্মমভাবে হত্যার পর একাধিক আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। আমরা এই হত্যার বিচার চাই এবং বিল্লাল কাজী, নজরুল কাজী, হাসেন ফকিরসহ সকল আসামির দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া মহল্লার বাসিন্দা আফসার শেখকে (৪৮) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি মৃত ইমদাদুল শেখের ছেলে।
এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সেতু বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আফসার শেখের ছোট ছেলে মেহেদী শেখ জানান, ‘১৬ সেপ্টেম্বর রাতে আমাদের প্রতিবেশি ও বাবার ভাগ্নে নজরুল কাজী বাবাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ির সামনের রাস্তা থেকে চিৎকার শুনে ছুটে যাই। দেখি, নজরুল কাজী, তার ভাই জহির কাজী, ছেলে আবীর কাজী, জামাই ইয়ান ফকির ও শ্বশুর হাসেন ফকির মিলে বাবাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে।’
তাকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফসার শেখের স্ত্রী সেতু আক্তার বলেন, ‘আমার স্বামীকে যারা মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই।’
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ‘আফসার শেখ হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ