নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের চাচা জহিরুল ইসলাম জানান, বিকেলে আগামী ঈদের জন্য পালিত গরুকে ঘাস দিয়ে গোয়ালঘর থেকে বের হলে ওয়াসিম বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।
বিডি প্রতিদিন/এএম