র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ দীর্ঘদিনের একটি বড় সমস্যা। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যন্ত অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় বিভাজন মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত না করলে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন প্রজন্ম তৈরি করা সম্ভব হবে না।
জেলা প্রশাসক আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়ন ও প্রগতির অন্যতম প্রধান শর্ত। শুধু বিদ্যালয়ে ভর্তি কিংবা পরীক্ষার ফল ভালো হওয়াই মানসম্মত শিক্ষার পরিচায়ক নয়। বরং শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশই এর মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, হালনাগাদ পাঠ্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ বন্ধ করতে পারলেই মানসম্মত শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং জেলা শিক্ষা অফিসার হারুনুর রশীদ বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নগরীতে একটি র্যালি বের করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল