রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে পিছিয়ে পড়া বগুড়ার ক্রীড়াঙ্গন আবারও জেগে উঠেছে। নতুন ও তরুণ খেলোয়াড়রা মাঠমুখী হয়ে ওঠায় গত সাত মাসে ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ফুটবলে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে ১০টি ট্রফি জিতে বড় স্বাক্ষর রেখেছে। সে ধারাবাহিকতায় এবার ২৫ লাখ টাকা ব্যয়ে সংস্কারে চালু হতে চলেছে বগুড়ার সুইমিং পুল। সাঁতারে জেলার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে সুইমিং পুল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে বগুড়ার ক্রীড়াঙ্গনে বেশ সাফল্য দেখা দিয়েছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজাকে আহ্বায়ক এবং জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেনকে সদস্যসচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দায়িত্ব গ্রহণ করার পর এ আহ্বায়ক কমিটি মাঠে ফেরে। সেই সঙ্গে মাঠে ফেরায় বিভিন্ন বয়সের খেলোয়াড়কে। বয়সভিত্তিক, নতুন, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয়ে প্রশিক্ষণও প্রদান করা হয়। নতুন কমিটি পরিত্যক্ত জেলা সুইমিং পুল সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার আহ্বায়ক হোসনা আফরোজার প্রচেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে সুইমিং পুল সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। যে কোনো দিন উদ্বোধনের মাধ্যমে সাঁতারুদের জন্য সুইমিং পুল খুলে দেওয়া হবে।
এদিকে লম্বা সময় ধরে বন্ধ থাকা ক্রিকেট লিগ চালুর উদ্যোগ নেওয়ার পরেও আলোর মুখ দেখেনি। ক্লাব কর্মকর্তাদের অনীহার কারণে লিগ চালু করতে না পারলেও ইতোমধ্যে জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি এবং ডিএসএ কাপ টি-টোয়েন্টি নামে দুটি জমজমাট টুর্নামেন্ট আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।
শুধু টুর্নামেন্ট আয়োজনেই থেমে নেই ক্রিকেট, কাবাডি, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে নিয়মিতভাবে জাতীয় ও বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিরোপা ছিনিয়ে এনেছেন বগুড়ার খেলোয়াড়রা। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাত মাসে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে অসাধারণ পারফর্ম করে ১০টি ট্রফি জয় করেছেন বগুড়ার ছেলে-মেয়েরা। এর মধ্যে পাঁচটি ট্রফি জিতেছে কাবাডি দল। অনূর্ধ্ব-১৮ কাবাডিতে জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে বগুড়া জেলা বালক দল। রাজশাহী বিভাগীয় বালক দল চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্সআপ হয়েছে। কাবাডিতে সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা পুরুষ ও নারী দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বয়সভিত্তিক ক্রিকেট দল চলতি বছর অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাজশাহী বিভাগীয় শিরোপা অর্জন করেছে বগুড়ার কিশোররা। সেই সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে বিসিবির টায়ার-১-এ উন্নীত হয়েছে বগুড়া জেলা ক্রিকেট দল। ভলিবলে রাজশাহী বিভাগীয় রানার্সআপ হয়েছে বগুড়ার খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা।
ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে ভালো পারফর্ম করায় জাতীয় দলে নিয়মিত খেলোয়াড় যুক্ত হচ্ছে বগুড়া থেকে। মুশফিকুর রহিম ছাড়াও দুই তরুণ তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয় বর্তমানে জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন বগুড়ার আরেক উদীয়মান ক্রিকেটার ইলমান হাবিব। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন তাওফিক শামস ও আকাশ রায়। অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে ইরফান, বায়জীদ এবং আফ্রিদি। এ ছাড়া নারী জাতীয় ক্রিকেট দলে রিতু মণি ও শারমিন সুলতানা বগুড়ার প্রতিনিধিত্ব করছেন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল বলেন, ‘নানান সীমাবদ্ধতার মধ্যেও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ইভেন্ট সচল রাখার চেষ্টা চলছে। ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ অন্যান্য খেলাধুলার বিষয়েও নানান ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বয়সভিত্তিক ক্রিকেটার এবং কাবাডি খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
আহ্বায়ক কমিটির আরেক সদস্য ও বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোঘল বলেন, ‘শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, পাশাপাশি শহীদ চান্দু স্টেডিয়াম এবং সুইমিং পুলের সংস্কার নিয়ে শুরু থেকেই জেলা ক্রীড়া সংস্থার বর্তমান আহ্বায়ক কমিটি সোচ্চার। ইতোমধ্যে সুইমিং পুল সংস্কার কাজ শেষ হয়েছে। দুই-এক দিনের মধ্যেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।’