সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সালমান আগার দল। সংক্ষিপ্ত সংস্করণের এ সিরিজ নিশ্চিতে ক্যারিবীয়ানদের বিপক্ষে আট সিরিজের সবকটিই জিতল পাকিস্তান। যদিও বাংলাদেশের বিপক্ষে শেষ টি-২০ সিরিজে হেরেছিল তারা। এদিকে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ফখর জামান। স্বাগতিকদের মাঠে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় সালমান আগার দল। ফলে গতকাল ছিল সিরিজ জয়ের লড়াই। লডারহিলে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। শুরুতেই জয়ের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ৭৪ রানে ম্যাচসেরা ফারহান আউট হলে ভাঙে ১৩৮ রানের উদ্বোধনী জুটি। সাইম ফেরেন ৬৬ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, জোসেফ ও রস্টন চেজ। রান তাড়া করতে নেমে উইন্ডিজের উদ্বোধনী জুটিতে আসে ২৬ বলে ৪৪ রান। ওপেনার অ্যান্ড্রু জুয়েল ২৪ রানে ফেরার পর খেই হারায় স্বাগতিকরা। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আথানাজে, ৫১ রান আসে রাদারফোর্ডের ব্যাটে। শেষ পর্যন্ত ১৩ রানে হার মানে স্বাগতিকরা। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম ও সুফিয়ান নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৮৯/৪ (সাহিবজাদা ৭৪, সাইম ৬৬; হোল্ডার ৪-০-৩৪-১, চেইস ৪-০-৩১-১, শামার ৪-০-৫৭-১)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৭৬/৬ (আথানেজ ৬০, অ্যান্ড্রু ২৪, রাদারফোর্ড ৫১; মোহাম্মাদ নাওয়াজ ৩-০-৩৩-১, রউফ ৪-০-৩৪-১, সাইম ৪-০-৩৮-১, মুকিম ৪-০-২০-১)।
ফল : পাকিস্তান ১৩ রানে জয়ী।
ম্যাচসেরা : সাহিবজাদা ফারহান।