দুই জায়ান্ট মোহামেডান ও আবাহনী দুই ম্যাচ খেলেও জয়ের খাতা খুলতে পারেনি। তারা এক ড্র ও এক হারে এখনই মূল্যবান পাঁচ পয়েন্ট নষ্ট করেছে। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে নবাগত পিডব্লিউডির বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। গতকাল কিংস অ্যারিনায় বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস ২-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে। গত লিগে দুই পর্ব ও এবার ফেডারেশন কাপে ফর্টিসের সঙ্গে ড্র করেছিল কিংস। সে ক্ষেত্রে এ জয় কিংসের জন্য স্বস্তির।
কিংস অ্যারিনায় প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেয়নি বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণে ফর্টিসের ডিফেন্স লাইন তছনছ করে দেন ডরিয়েলটন, রাফায়েল, ফাহিমরা। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন ডরিয়েলটন। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ডরিয়েলটনরা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করেন ফাহিম। এরপর ডরিয়েলটন গোলমুখে হেডে গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গতকাল কিউবা মিচেল খেলতে নামেন। এদিন ফুটবল লিগেও তার অভিষেক হয়ে গেল। তিনি ৭১ মিনিটে রাফায়েলের পরিবর্তে মাঠে নামেন। তার খেলায় মুগ্ধ দর্শকরা স্লোগান দিতে থাকেন। ম্যাচের যোগ করা সময়ে ওকাফোরের গোলে পরাজয়ের ব্যবধান কমায় ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। সামনেই এএফসি চ্যালেঞ্জ লিগের লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুতিটা ভালোই হলো মারিও গোমেজের দলের। ওমানের আল সিব, লেবাননের আল আনসার এবং কুয়েতের আল কুয়েত ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ২৫-৩১ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কুয়েতে।
গতকালের জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে কিংস। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রহমতগঞ্জ। পিডব্লিউডি এবং পুলিশ এফসিরও দুই ম্যাচে ৪ পয়েন্ট। পিডব্লিউডি গতকাল ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ২২ মিনিটে আকবিরের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ফর্টিস ও ব্রাদার্স ইউনিয়ন ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। আবাহনী ও মোহামেডান বেশ পেছনেই পড়ে আছে। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান ১ পয়েন্ট নিয়ে নবম স্থানে। অন্যদিকে রানার্সআপ আবাহনীর অবস্থান সাতে।