বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পরিবেশ মূল্যায়ন করছে বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার অগ্রগতির জন্য নিবেদিত অলাভজনক, নির্দলীয় সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে আইআরআইয়ের প্রতিনিধি দল।
মূলত বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে দেখা করা এবং নির্বাচনী প্রতিযোগিতা ও নাগরিক সম্পৃক্ততার মূল বিষয়গুলো পরীক্ষা করার জন্য বাংলাদেশে এসেছে তারা।
আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, মিশনটি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থনের জন্য আইআরআইয়ের প্রতিশ্রুতিকে আরও স্পষ্ট করে তোলে। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী পরিবেশের অবস্থা মূল্যায়নের জন্য উন্মুখ।
মিশন শেষে আইআরআই ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়ন, নির্বাচনী অখণ্ডতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য সুপারিশ প্রদান করে একটি বিবৃতি প্রকাশ করবে।
১৯৮৪ সাল থেকে আইআরআই বিশ্বব্যাপী ২৫০টিরও বেশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন সংগঠিত করেছে।
বিডি প্রতিদিন/কেএ