পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনিব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি রাজনগরহাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকানঘর লিজগ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে। ব্যবসায়ীরা জানান, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনিব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলীম বলেন, পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসাবান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি