ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আফগান তালেবানকে সীমান্তপারের জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
সম্প্রতি সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর কাতারের দোহায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতার স্বাক্ষর করেছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে—আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে কোনো হামলা চালানো হলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আসিফ বলেন, সবকিছু নির্ভর করছে একটি শর্তের ওপর —আফগানিস্তান থেকে যেন কোনো আগ্রাসন না আসে। তিনি জানান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং আফগান তালেবানের সহযোগিতায় তা করছে।
অন্যদিকে, কাবুল সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তান ভুল তথ্য ছড়াচ্ছে এবং ইসলামাবাদই ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।
পাকিস্তান সম্প্রতি কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদের অবস্থানে বিমান হামলা চালায়, যদিও পরে তিনি জীবিত অবস্থায় ভিডিও বার্তা দেন। খাজা আসিফ বলেন, আমাদের ভূখণ্ডে হামলা হলে আমরা পাল্টা জবাব দিই। তারা যেখানে থাকবে, আমরা সেখানে আঘাত হানব।
যুদ্ধবিরতির বাস্তবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে ২৫ অক্টোবর ইস্তাম্বুলে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
বিডিপ্রতিদিন/কবিরুল