নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণের সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকাকে মুখরিত করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণকালে আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে যাচ্ছি। কখনও আমার নেতৃত্বে, কখনও আমার নির্দেশনায় এই কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য একটাই—৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণকে জানাতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য কী করতে চান। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণা চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু ও জেলা মহিলাদলের সভাপতি রহিমা শরীফ মায়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল