ফিফা ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল মরক্কো। যদিও সেমিতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দেশটি। আসন্ন বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে মরক্কো। তবে এবার ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক নতুন কীর্তির। সিনিয়ররা যা করতে পারেননি, তাঁদের উত্তরসূরিরা করে দেখিয়েছেন বড় চমক। গড়েছেন নতুন ইতিহাস। চিলিতে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের সেমিতে সেই ফ্রান্সের যুবাদের হারিয়ে ফাইনালের মঞ্চে ওঠেন মরক্কোর যুবারা। তাঁদের প্রতিপক্ষ ছিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা মেসির উত্তরসূরিরা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। যুবাদের এ টুর্নামেন্টে রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী তারা। সেই আর্জেন্টিনাকেই ২-০ গোলে পরাজিত করে মরক্কো প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল সকালে চিলির এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাডানোস স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মরক্কো অপ্রতিরোধ্য হয়ে ওঠে। প্রমাণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব।
ফাইনালের নায়ক মেসিভক্ত ইয়াসির জাবিরি। প্রথমার্ধেই তাঁর ২ গোলে এগিয়ে থেকে ঐতিহাসিক এ সাফল্যের পূর্বাভাস দেয় মরক্কো। ম্যাচের ১২ মিনিটে এক দুর্দান্ত ফ্রি-কিক থেকে প্রথম এবং ২৮ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ইয়াসির। এরপর আর্জেন্টিনার যুবারা ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু ব্যর্থ হন। ইয়াসির জাবিরির করা ২টি গোল মরক্কোর ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা এ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে মরক্কো ২০০৯ সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের বিরল সম্মান অর্জন করল। তাদের এ বিজয় আফ্রিকান ফুটবলের জন্য এক নতুন উদ্দীপনা।
অন্যদিকে দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালে কাতারের মাটিতে শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। সিনিয়র দলের মতো যুবদের সামনেও এমন সুযোগ ছিল। কিন্তু ইয়াসিরের জোড়া গোল ১৮ বছর পর ফাইনালে ওঠা আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন মেসিদের উত্তরসূরিরা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। এমন বিদায়ে আলবিসেলেস্তের যুবারা স্বাভাবিকভাবেই হতাশায় ডুবে যান এবং কান্নায় ভেঙে পড়েন। দলের এমন সময়ে যুবাদের পাশে দাঁড়ালেন এ টুর্নামেন্টের ২০০৫ সালের চ্যাম্পিয়ন ও গোল্ডেন বল জয়ী তারকা লিওনেল মেসি। সমাজমাধ্যমে এই কিংবদন্তি লেখেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা অসাধারণ খেলেছ। যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ, আমরা গর্বিত।’